
ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে, তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শহীদ জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে। তাদের মতে, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এই দুই নেতার অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দেশজুড়ে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করা হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন